সেরা কলা কেক বানানোর পেছনের রহস্য। The Ultimate Banana Cake Recipe for Dessert Lovers
সেরা কলা কেক বানানোর পেছনের রহস্য। The Ultimate Banana Cake Recipe for Dessert Lovers
আসসালামু আলাইকুম
আজকে তৈরি করব খুব কমন একটি ফল দিয়ে দারুন মজার একটি পিঠা রেসিপি। তৈরি করছি কলার পিঠা। খুব কম সময়ে এবং আমাদের বাসায় এই উপকরণগুলো সব সময় থাকে।।
আজকে তৈরি করব খুব কমন একটি ফল দিয়ে দারুন মজার একটি পিঠা রেসিপি। তৈরি করছি কলার পিঠা। খুব কম সময়ে এবং আমাদের বাসায় এই উপকরণগুলো সব সময় থাকে।।
উপকরণঃ
১। পাকা কলা
২। চালের গুড়ো
৩। ময়দা
৪। কালোজিরা
৫। চিনি
৬। নুন
রন্ধন প্রণালীঃ
পিঠা তৈরির জন্য আমি এখানে কলা নিয়েছি। দুটি কলা আমি খোসা ছেড়ে নিচ্ছি। কলাগুলো হাত দিয়ে একটু চটকে নিচ্ছি। এখানে এখন চিনি দিব। আমি তিন টেবিল চামচের মত চিনি নিয়েছি।
এখন কলা এবং চিনি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি যেন চিনিটা পুরোপুরি গলে যায়। দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ।
এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চালের গুঁড়ো। আর এই পিঠাটি পুরোটা চালের গুঁড়ো দিয়েও তৈরি করা যায়।পুরোটা চালের গুড়া দিয়ে করলে ঠান্ডা হওয়ার পরে কিছুটা শক্ত হয়ে যায়। আর চালের গুড়ার পরিবর্তে সুজিও এড করা যাবে। একটি হ্যান্ডউইক্স দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে। আর বাকিটা আমি এড করবো ময়দা। এখানে হাফ কাপ ময়দা নিয়েছি। ময়দা গুলো আমি দুইবারে এড করছি।
ভালোভাবে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম কালোজিরা। কেউ চাইলে কিন্তু এখানে নারিকেল কুড়াও দিতে পারেন। সবকিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব ১০ মিনিটের জন্য।
ভালোভাবে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম কালোজিরা। কেউ চাইলে কিন্তু এখানে নারিকেল কুড়াও দিতে পারেন। সবকিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব ১০ মিনিটের জন্য।
১০ মিনিট পরে চুলায় মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি। এখন সে ব্যাটার থেকে অল্প করে নিয়ে এভাবে তেলের মধ্যে ছাড়তে হবে। যতগুলো দেয়া যায় আমি দিয়ে দিলাম। এখন উল্টা পাল্টে সোনালী কালার করে ভেজে নিব। অনেক সময় তো বাসায় কলা নষ্ট হয়ে যায় এভাবে পিঠা তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক মজা। সুন্দর একটি কালার চলে এসেছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আবারো দ্বিতীয় ব্যাচ দিয়ে দিচছি এগুলো উল্টোপাল্টা ভালো মতো ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। যারা কলা খেতে চান না এইভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।
![]() |
Watch on Facebook |
![]() |
Watch on TikTok |