স্পেশাল চিকেন জালি টোস্ট রেসিপি ।। Chicken Jali Toast Recipe
![]() |
Chicken Jali Toast Recipe |
উপকরণঃ
১। বোন লেস চিকেন
২। ডিম
৩। পাউরুটি
৪। আদা-রসুন পেস্ট
৫। গোলমরিচ গুড়ো
৬। জিরা গুড়ো
৭। গরম মসলা গুড়ো
৮। দারুচিনি
৯। তেজপাতা
১০। কর্ণফ্লাওয়ার
১১। তেল
১২। লবন
২। ডিম
৩। পাউরুটি
৪। আদা-রসুন পেস্ট
৫। গোলমরিচ গুড়ো
৬। জিরা গুড়ো
৭। গরম মসলা গুড়ো
৮। দারুচিনি
৯। তেজপাতা
১০। কর্ণফ্লাওয়ার
১১। তেল
১২। লবন
চিকেন জালি টোস্ট Chicken Jaali Toast তৈরির জন্য প্রথমে আমি হার ছাড়া মুরগির মাংস নিয়েছি হাফ কাপ। এগুলো এখন সিদ্ধ করে নিব। পরিমাণ মতো পানি দিয়ে মুরগির মাংস গুলো দিয়ে দিলাম। এক চা চামচ আদা রসুন পেস্ট। স্বাদমতো লবণ। হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া। এবার ঢাকনা দিয়ে এটি পাঁচ মিনিটের মত সময় নিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গিয়েছে এবার মাংসগুলো তুলে নিচ্ছি।এখন দুটি কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিড়ে নিচ্ছি।
এবার ছিড়ে নেওয়া মাংসগুলো দিয়ে কিমা রান্না করবো। চুলাই একটি পেন দিয়ে এখানে দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল। এক টেবিল চামচ রসুন কুচি একটু ভেজে নিবো। এবার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দুটি কাঁচা মরিচ কুচি। একটি তেজপাতা এক টুকরো দারুচিনি। সবগুলো ভেজে একটু নরম করে নিব। এবার দিয়ে দিব ছিড়ে নেওয়া মুরগির মাংসগুলো। স্বাদমতো লবণ। হাফ চা চামচ ভাজা জিরার গুড়া ।হাফ চা চামচ গরম মসলার গুড়া। নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটি বাটিতে নিয়েছি এক চা চামচ কর্নফ্লাওয়ার সাথে এক টেবিল চামচ পানি দিয়ে এটি মিশিয়ে দিয়ে দিবো মাংসের কিমা তে। একটু নেড়েচেড়ে আমি এটি নামিয়ে নিবো।
আরো দেখুনঃ
এখানে আমি পাউরুটি নিয়েছি পাউরুটিগুলো স্যান্ডউইচ শেপে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গিয়েছে।
এবার একটি বাটিতে দুটি ডিম ভেঙ্গে নিবো। ডিমগুলো একটু ফেটে নিব। সাথে দিচ্ছি দুই টেবিল চামচ পানি। স্বাদমতো একটু দিব লবণ ।
বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন
এখন একটি চামচ দিয়ে আমি ডিমের কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি। এতে করে কি মা সুন্দরভাবে সেট হবে। সবগুলোতে আমি এইভাবে ডিমের মিশ্রণ লাগিয়ে নিব আর কিমা উপরে দিয়ে দেব। একটু চেপে চেপে দিচ্ছি। এ পর্যায়ে এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি ভেজে নিব ভেজে নেওয়ার জন্য কিন্তু ২০ মিনিটের মত ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তাহলে কি মাটি সুন্দরভাবে সেট হবে।
এবার ভেজে নেব এজন্য পেনে পরিমান মত তেল দিয়ে। আমি একটি করে পিস নিয়ে এভাবে ডিমের মিশ্রণে ডুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি। উপরে আমি হাত দিয়ে কিছুটা ডিমের মিশ্রণ নিয়ে এইভাবে ছিটিয়ে দিচ্ছি এতে করে দেখতে জালির মতো লাগবে। উল্টোপাল্টে সোনালী কালার করে ভেজে নিবো। ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার তেল ঝুরিয়ে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার চিকেন জালি টোস্ট Chicken Jaali Toast। চিকেন জালি টোস্ট Chicken Jaali Toast গরম গরম পরিবেশন করুন বিকেলের নাস্তায় বা ইফতারিতে।
চিকেন জালি টোস্ট Chicken Jaali Toast এর পোস্টটি যদি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ রইলো। চিকেন জালি টোস্ট Chicken Jaali Toast বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আরো কিছু জানার থাকলে ফেইসবুক পেইজে নক দিতে পারেন। একই সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।